২০২২ পর্যন্ত ক্রুজ নিষিদ্ধ করেছে কানাডা

আগামী এক বছরের জন্য ক্রুজ জাহাজ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে কানাডা সরকার। পাশাপাশি কানাডীয় নাগরিক ও দেশটিতে বসবাসরতদের ক্রুজ জাহাজে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কানাডীয় জলসীমায় অবস্থানরত ক্রুজ ভেসেলগুলো যে ঝুঁকির সৃষ্টি করছে তা মোকাবিলায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

কানাডার পরিবহনমন্ত্রী এক টুইটে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে কানাডীয়রা যেমন তাদের পক্ষ থেকে সর্বোচ্চ অবদান রাখছে, তেমনি আমাদের সরকার কানাডার যোগাযোগ ব্যবস্থা নিরাপদ রাখতে কঠোর পরিশ্রম করছে। ক্রুজ ভেসেল ও বিনোদন জাহাজে ভ্রমণে সাময়িক এ নিষেধাজ্ঞা সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নাগরিকদের রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাই এ মুহূর্তে সবচেয়ে সঠিক ও দায়িত্বশীল কাজ।’

আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কানাডীয় জলসীমা এবং কানাডীয় আর্কটিক জলসীমায় ক্রুজ জাহাজ, বিনোদনমূলক ছোট জাহাজ ও প্যাসেঞ্জার জাহাজ চলাচল বন্ধ থাকবে।

Facebook Notice for EU! You need to login to view and post FB Comments!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here