মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার প্রভাবে বিশ্বজুড়ে পণ্য পরিবহন ভাড়া বেড়েছে

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের চলমান সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জেরে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথগুলোয় তেল পরিবহন খরচ প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

লন্ডন-ভিত্তিক বাল্টিক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৬টি বাণিজ্যপথে পণ্য পরিবহন ব্যয় ৯ অক্টোবরের তুলনায় গড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এসব বাণিজ্যপথের ভেতর ভূমধ্যসাগরে পণ্য পরিবহন ভাড়া সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

ট্যাংকার ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ডস্কেল পয়েন্টের ভিত্তিতে পণ্য পরিবহন ভাড়ার হিসাব নিকাশ করা হয়। ওয়ার্ল্ডস্কেল পয়েন্ট অনুসরণ করায় বিশ্বের বিভিন্ন বাণিজ্য পথে ডলার প্রতি পণ্য পরিবহন খরচ নিয়ে পণ্যের মালিক এবং শিপিং কোম্পানিগুলো সহজেই দরদাম করতে পারে।

এক সপ্তাহ আগে ভূমধ্যসাগরে পণ্য পরিবহনের ওয়ার্ল্ডস্কেল পয়েন্ট ১০৭ দশমিক ৭৮ থাকলেও ইসরায়েল-হামাসের সংঘর্ষের জেরে গতকাল (সোমবার) তা ২১৯ দশমিক ৪৪ পয়েন্টে পৌঁছেছে।

দীর্ঘদিন ধরে মেক্সিকো উপসাগরে অতিমাত্রায় পণ্য রপ্তানী এবং ইসরায়েল-হামাসের চলমান সংঘর্ষে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর জড়িয়ে পড়ার শঙ্কায় বিশ্বজুড়ে পণ্য পরিবহন ভাড়া বেড়েছে বলে মনে করেন ফার্নলে’জ শিপব্রোকারসের পরিচালক হালভর এল্ফসন।

ব্রেকওয়েভ অ্যাডভাইজারের ব্যবস্থাপনা অংশীদার জন কার্টসোনাস বলেন, যুদ্ধ বা সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে মানুষ সবার আগে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চায়। ইতিহাস ঘাটলে দেখা যায় বিশ্বের কোথাও ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হলে শিপিং খাত বরাবরই তার দ্বারা উপকৃত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here