জাহাজ আগমনে রেকর্ড গড়ল মোংলা বন্দর

বাণিজ্যিক জাহাজ আগমনে ৭০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে মোংলা বন্দর। ২০২০-২১ অর্থবছরের এক মাস বাকি থাকতেই অতীতের সব রেকর্ড ভেঙে ৯১৩টি বাণিজ্যিক জাহাজ এ বন্দরে নোঙর করেছে।

গত অর্থবছরে বন্দরে জাহাজ ভিড়েছিল ৯১২টি। বন্দর কর্তৃপক্ষের আশা ছিল ২০২০-২১ অর্থবছরে মোংলা বন্দরে ১ হাজার জাহাজ আগমন করবে। এখনো অর্থবছর শেষ হতে এক মাস বাকি। জুনে ৮৭টি জাহাজ বন্দরে ভিড়লেই ১ হাজারের মাইলফলক স্পর্শ করবে মোংলা বন্দর।

জনসংযোগ বিভাগের উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, ‘২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে মোংলা বন্দরে জাহাজ এসেছে ৫১৯টি। ২০২১ সালের জানুয়ারি মাসে বন্দরে জাহাজ আগমনের সংখ্যা ছিল ৯৮টি, ফেব্রুয়ারি মাসে ৮৫, মার্চ মাসে ৭০, এপ্রিল মাসে ৮৬ এবং মে মাসে এসেছে ৫৫টি। সবমিলিয়ে চলতি অর্থবছরের ১১ মাসে জাহাজ আগমনের সংখ্যা ৯১৩টি।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের কারণে বিশ্বের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে স্থবিরতা নেমে এলেও মোংলা বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে। এখানে ২৪ ঘণ্টা সেবা দেয়া হচ্ছে। কার্যক্রমে সন্তুষ্ট হয়ে বন্দর ব্যবহারকারীরা এ বন্দর ব্যবহারে আকৃষ্ট হচ্ছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here