আটলান্টিক মহাসাগরে গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্পের পরিসর বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই সম্প্রসারণের কারণে বাণিজ্যিক মৎস্য আহরণ শিল্প কোনো ধরনের ক্ষতির মুখে পড়বে কিনা তা খতিয়ে দেখবে দেশটি। যদি এমনটি হয়, তবে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার সম্ভাব্য উপায়গুলোও খতিয়ে দেখছে বাইডেন প্রশাসন।

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আসছেন জো বাইডেন। আর এই লড়াইয়ে পরিবেশবান্ধব শক্তির উৎস হিসেবে তার পরিকল্পনার কেন্দ্রে রয়েছে অফশোর উইন্ড প্রকল্প সম্প্রসারণ। তবে অফশোর সাইটগুলোর কারণে মৎস্য আহরণকারীরা ক্ষতির সম্মুখীন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়টি নিয়েই যুক্তরাষ্ট্রের রাজ্য ও কেন্দ্রীয় কর্মকর্তারা প্রাথমিক পর্যায়ের আলোচনায় বসেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here