পণ্য খালাসের জন্য আনা গাড়ি চট্টগ্রাম বন্দরে প্রবেশ করতে হলে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে গেট পাস নিতে হয়। এ জন্য নগদ টাকা দিয়ে ফি পরিশোধ করতে হয়। ১৫ সেপ্টেম্বর থেকে নগদ টাকা দিয়ে গেট পাস নেওয়ার পরিবর্তে অনলাইনে আবেদন ও ফি পরিশোধ করে গেট পাস নিতে হবে।

বন্দরের নিরাপত্তা বিভাগ ২ আগস্ট চিঠি দিয়ে ব্যবহারকারীদের জানিয়েছে, ফটক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে বন্দরের নর্থ কনটেইনার ইয়ার্ডে প্রবেশে অনলাইনে আবেদন ও ফি পরিশোধের ব্যবস্থা চলমান আছে। এরই ধারাবাহিকতায় গত ১১ জুলাই থেকে অনলাইনে আবেদন করে ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রেইলার বন্দরে প্রবেশের কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য বন্দরের আটটি ফটকের পাস কাউন্টারে সেবা ডেস্ক চালু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here