বন্দর ও লজিস্টিকস খাতের সংস্কারে বড় অংকের বিনিয়োগ চুক্তি করেছে ইন্দোনেশিয়া

কনটেইনার হ্যান্ডলিংয়ের দিক থেকে প্রতিবেশী দেশগুলোর তুলনায় কিছুটা পিছিয়েই রয়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে লজিস্টিকস ব্যয়ও তুলনামূলক বেশি। এই সমস্যা দূর করার লক্ষ্যে দেশটি পরিবহন ও বন্দর খাতে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। এরই মধ্যে বড় অংকের বিনিয়োগ চুক্তিও সম্পন্ন করেছে তারা। ইন্দোনেশিয়া ইনভেস্টমেন্ট অথরিটি (আইএনএ) ও দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের মধ্যকার এই চুক্তি সমুদ্র পরিবহন খাতে এগিয়ে যেতে সহায়ক হবে বলে দেশটির সরকার আশা করছে।

ডিপি ওয়ার্ল্ড ও আইএনএর মধ্যে স্বাক্ষরিত এই কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অধীনে হিন্টারল্যান্ড কানেক্টিভিটি, অভ্যন্তরীণ টার্মিনাল, কার্গো পার্ক, ফিডার নেটওয়ার্ক সিস্টেম, সড়কপথে পরিবহন, শিল্পাঞ্চল স্থাপন ইত্যাদি খাতে বিনিয়োগ করা হবে। দীর্ঘমেয়াদে এই বিনিয়োগের পরিমাণ ৭৫০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here