অগ্রাধিকার বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়েছে ইন্দোনেশিয়া

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কার্তাসস্মিতা

বাংলাদেশের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে ইন্দোনেশিয়ায় বৈঠক করেছেন সে দেশের শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কার্তাসস্মিতা। শিগগিরই দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের ব্যাপারে উভয়পক্ষ সম্মত হয়েছেন বৈঠকে। বুধবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) সহযোগিতায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শিল্প উন্নয়নের ওপর দ্বিতীয় আঞ্চলিক সম্মেলন শুরুর প্রাক্কালে বুধবার সকালে এ বৈঠক হয়।
বৈঠকে পিটিএ ছাড়াও ব্লু ইকোনমি, কারিগরি দক্ষতা ও হালাল শিল্প বিষয়ে সমঝোতা স্মারক সইয়ে উভয়পক্ষ সম্মত হন। এ লক্ষ্যে কিছু দিনের মধ্যেই ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী তাদের বাণিজ্যমন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফর করবেন বলে জানা গেছে।
বৈঠকে ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্বিতীয় আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে গত ৯ নভেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৌঁছান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here