বন্দর অবকাঠামো বিনিয়োগে কানাডার চেয়ে পিছিয়ে যুক্তরাষ্ট্র: গবেষণা

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় বন্দরগুলো এশিয়ার সঙ্গে সমুদ্রপথে সংযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব বন্দরকে বলা হয় যুক্তরাষ্ট্রের সমুদ্র বাণিজ্যের স্বর্ণদ্বার। কিন্তু এই বন্দরগুলোর অবকাঠামোগত উন্নয়নে কেন্দ্রীয় সরকার যে তহবিল বরাদ্দ করেছে, তা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যথেষ্ট নয়। ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ার বন্দরগুলো পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় বন্দরগুলো যে পরিমাণ কেন্দ্রীয় তহবিল সহায়তা পেয়েছে, কানাডার বন্দরগুলো পেয়েছে তার চেয়ে দ্বিগুণেরও বেশি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের এই সহায়তার কারণে কনটেইনার ট্রাফিক আকর্ষণে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার বন্দরগুলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ার বন্দরগুলোকে পেছনে ফেলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here