চট্টগ্রাম বন্দরের জলসীমা দস্যুতামুক্ত : রিক্যাপ

চট্টগ্রাম বন্দর জলসীমায় আসা দেশি-বিদেশি পণ্যবাহী জাহাজে জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত দস্যুতার কোন ঘটনা ঘটেনি। জাহাজে সংঘটিত সশস্ত্র ডাকাতি, দস্যুতা ও চুরি প্রতিরোধ নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিক্যাপ চলতি বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে।

রিক্যাপ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১১ মাসে মোট ৭২টি দস্যুতার ঘটনা ঘটেছে। এরমধ্যে চট্টগ্রাম বন্দর জলসীমায় কোন দস্যুতার ঘটনা ঘটেনি। একই সাথে দক্ষিণ চীন জলসীমায় কেনা দস্যুতার ঘটনা ঘটেনি। আর ভারতে ঘটেছে ৫টি, ইন্দোনেশিয়াতে ১১টি ঘটনা ঘটেছে, মালয়েশিয়াতে একটি ঘটনা ঘটেছে, ফিলিপাইনে ১১টি দস্যুতা ঘটেছে। ভিয়েতনামে দুটি ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here