ধনী দেশগুলোই কার্বন নিঃসরণের জন্য দায়ী: সিজিডি

দরিদ্র দেশগুলোর তুলনায় ধনী দেশগুলো কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের জন্য অনেক বেশি দায়ী। সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের (সিজিডি) সাম্প্রতিক একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যেক ব্রিটিশ নাগরিক একজন কঙ্গোর নাগরিকের তুলনায় গড়ে ২০০ গুণ কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে। মার্কিন নাগরিকদের ক্ষেত্রে এটি ৫৮৫ গুণ বেশি।

সিজিডি সমীক্ষা করে দেখেছে, চলতি বছরের প্রথম মাসেই যুক্তরাজ্যে বসবাসকারী একজন ব্যক্তি কর্তৃক কার্বন নিঃসরণের পরিমাণ ৩০টি নিম্ন ও মধ্যম আয়ের দেশের একজন নাগরিকের বার্ষিক নিঃসরণের পরিমাণকে ছাড়িয়ে যাবে।

এই সমীক্ষা প্রতিবেদন তৈরিতে সিজিডি এক বছরে প্রতিটি দেশের মাথাপিছু কার্বন নিঃসরণ নিয়ে বিশ্বব্যাংকের ডেটা ব্যবহার করেছে।

এখনো বিশ্বের প্রায় ৯৪ কোটি মানুষ বিদ্যুৎ সরবরাহের বাইরে রয়ে গেছে। তাদের বেশির ভাগই সাব-সাহারান আফ্রিকার। আফ্রিকার বিভিন্ন দেশ দীর্ঘদিন ধরে ধনী দেশগুলোর প্রতি কার্বন নিঃসরণ কমানোর আহবান জানিয়ে আসছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারিসহ আফ্রিকার নেতারা ২০৬০ সালের মধ্যে নিট জিরো এমিশন বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

Facebook Notice for EU! You need to login to view and post FB Comments!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here