রাশিয়ার জাহাজ প্রবেশ নিষিদ্ধ করছে কানাডাও

যুক্তরাজ্যের পর এবার নিজেদের বন্দরে রুশ জাহাজের প্রবেশ নিষিদ্ধ করতে চলেছে উত্তর আমেরিকার দেশ কানাডা। মঙ্গলবার এই ঘোষণা দিয়ে দেশটি জানিয়েছে, রাশিয়ার মালিকানাধীন অথবা রাশিয়ায় নিবন্ধিত কোনো জাহাজ ও ফিশিং ভেসেল কানাডার বন্দর ও অভ্যন্তরীণ জলপথে প্রবেশ করতে পারবে না।

তবে জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (আনক্লস) অনুযায়ী কানাডার টেরিটোরিয়াল সমুদ্রসীমা এই নিষেধাজ্ঞার আওতায় আসবে না। চলতি সপ্তাহেই এই সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা আসতে পারে।

কানাডা এরই মধ্যে নিজেদের সার্বভৌম আকাশসীমায় রাশিয়ায় নিবন্ধিত এয়ারক্রাফটের প্রবেশ নিষিদ্ধ করেছে। এছাড়া রাশিয়ার ব্যাংকিং খাত ও সরকারিভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পশ্চিমা উদ্যোগের সঙ্গেও একাত্মতা ঘোষণা করেছে দেশটি।

এর আগে রাশিয়ার বিপক্ষে অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে নিজেদের বন্দরগুলোয় রুশ জাহাজের প্রবেশ নিষিদ্ধ করে নিজেদের সব বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ব্রিটিশ সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here