গিনি উপসাগরের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দক্ষিণ-পূর্ব এশিয়ার জলসীমা: আইএমবি

বছরখানেক আগেও গিনি উপসাগর ছিল বাণিজ্যিক জাহাজগুলোর জন্য আতঙ্কের এক নাম। জলদস্যুদের উৎপাতে রীতিমতো তটস্থ থাকতে হতো নাবিকদের। তবে বিভিন্ন উদ্যোগের কারণে সেখানে জলদস্যুতার ঝুঁকি বেশ খানিকটা কমেছে। এর সুবাদে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলপথের তকমা ঝেড়ে ফেলতে সক্ষম হয়েছে গিনি উপসাগর। সেই জায়গা এখন দখল করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সমুদ্রপথ।

জলদস্যুতা ও সশস্ত্র ডাকাতি নিয়ে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) সমুদ্রবিষয়ক বিশেষায়িত ডিপার্টমেন্ট ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর (আইএমবি) সর্বশেষ প্রান্তিকীয় প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে সারা বিশ্বে মোট ৩৭টি জলদস্যুতার ঘটনা ঘটেছে, আগের বছরের একই সময়ে যে সংখ্যা ছিল ৩৮। অর্থাৎ এ বছর জলদস্যুদের হামলা আর বাড়েনি।

আলোচ্য সময়ে মোট জলদস্যুতার ৪১ শতাংশই ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়, বিশেষ করে সিঙ্গাপুর প্রণালীতে। অন্যদিকে গিনি উপসাগরে জলদস্যুতার মাত্র সাতটি ঘটনার খবর পাওয়া গেছে, যা মোট ঘটনার ১৯ শতাংশ। ২০২১ সালের প্রথম তিন মাসে এই হার ছিল ৪৩ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here