রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞার খসড়া প্রস্তুত ইইউর

ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গেও দ্বন্দ্ব তৈরি হয়েছে রাশিয়ার। এই দ্বন্দ্বের জেরে ইইউ রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করবে কিনা, সেই বিষয়ে জল্পনা-কল্পনা চলছিল অনেকদিন ধরেই। অবশেষে এই নিষেধাজ্ঞার একটি খসড়া চূড়ান্ত করেছে ইউরোপীয় কমিশন (ইসি)। মতামতের জন্য সেই খসড়া ইইউর সদস্য দেশগুলোর কাছে পাঠিয়েও দিয়েছে ইসি।

খসড়ায় ইইউর বেশিরভাগ দেশকে আগামী ছয় মাসের মধ্যে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত জ্বালানি ও এক বছরের মধ্যে পরিশোধিত জ্বালানি আমদানি থেকে সরে আসতে বলা হয়েছে। তবে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার জন্য ২০ মাস সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ এই দেশ দুটি রুশ অপরিশোধিত জ্বালানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল।

খসড়াটি বাস্তবায়নের জন্য ইইউর ২৭টি রাষ্ট্রের সবাইকে একমত হতে হবে। তবে হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর ওরবান এরই মধ্যে মৌখিকভাবে এই নিষেধাজ্ঞার বিপক্ষে মত দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here