ছবিতে সংবাদ – জুন

চট্টগ্রাম বন্দরে পালিত হয়েছে নৌনিরাপত্তা সপ্তাহ-২০২২। ২২ মে এর উদ্বোধন করেন বন্দরের পর্ষদ সদস্য কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

মে মাসের সমন্বয় সভায় জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ ই-নথি ব্যবহারকারীদের পুরস্কৃত করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। এ সময় পর্ষদ সদস্যবৃন্দ, পরিচালকগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিসিএস (কর) একাডেমির একটি প্রতিনিধিদল ১০ মে বন্দর চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সৌজন্য উপহার তুলে দেন প্রতিনিধি দলের হাতে।

ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি ১৭ মে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। এ সময় তিনি বন্দরের পর্ষদ সদস্য মো. কামরুল আমিন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।

বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দুই প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ১৭ মে। এতে সভাপতিত্ব করেন বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here