চট্টগ্রাম বন্দরে অগ্নি নির্বাপণ মহড়া

চট্টগ্রাম বন্দরে অগ্নি নির্বাপণ মহড়া

চট্টগ্রাম বন্দরের ফায়ার ফাইটিং সক্ষমতা বৃদ্ধি ও অগ্নি দুর্ঘটনারোধে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন) বন্দরের পি কেমিক্যাল শেডের সামনে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় বন্দরের পর্ষদ সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

মহড়ায় নিরাপত্তা বিভাগ ফায়ার শাখার ২০ জন কর্মকর্তা-কর্মচারী, পরিবহন বিভাগ, যান্ত্রিক বিভাগ ও মেরিন বিভাগ ও বন্দরে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যসহ প্রায় দুইশত জন অংশগ্রহণ করেন।

২ টি ফায়ার টেন্ডার, ১ টি রেসকিউ টেন্ডার, সকল ধরণের ছোট-বড় ফায়ার এক্সটিংগুইশার মহড়ায় ব্যবহার করা হয়।

মহড়ার শুরুতে বিভিন্ন ধরনের এক্সটিংগুইশার ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরে কনটেইনার স্থানান্তর করা, সলিড, তরল এবং বৈদ্যুতিক উৎস থেকে সৃষ্ট আগুন নির্বাপণের মহড়া অনুষ্ঠিত হয়। এ ছাড়া অত্যধিক তাপে অগ্নিনির্বাপণের উপায় হিসেবে একইসাথে উচ্চচাপের ওয়াটার স্প্রে এবং ওয়াটার জেট সৃষ্টি করে ফায়ার ফাইটিং অনুশীলন করা হয় ।

Facebook Notice for EU! You need to login to view and post FB Comments!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here