চট্টগ্রাম বন্দরে যুক্ত হচ্ছে আরও দুইটি কী গ্যান্ট্রি ক্রেন

চীনে থেকে আসা ক্রেনবাহী জাহাজ ‘এমভি জিন চেন হায় ইয়াং’

কনটেইনার হ্যান্ডলিংয়ের গতি বাড়াতে চট্টগ্রাম বন্দরের অপারেশনে যুক্ত হচ্ছে নতুন আরও পাঁচটি অত্যাধুনিক ক্রেন। এর মধ্যে দুটি কী গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি) ও তিনটি রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি)।

সোমবার (৪ জুলাই) দুপুরে এসব যন্ত্র নিয়ে আসা জাহাজ ‘এমভি জিন চেন হায় ইয়াং’ বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ৫ নম্বর জেটিতে পৌঁছেছে।

যন্ত্রপাতিবাহী জাহাজটি বন্দরে প্রবেশের সময় বন্দর চ্যানেল দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। নতুন আসা দুটি কিউজিসি অপারেশনে যুক্ত হলে বন্দরের এনসিটি ও সিসিটিতে কী গ্যান্ট্রি ক্রেনের সংখ্যা দাঁড়াবে ১৮টিতে। এতে বন্দরের গতিশীলতা বাড়বে। পাঁচটি ক্রেনই এসেছে চীন থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here