সাগরে জলদস্যুতা তিন দশকের সর্বনিম্নে

আইএমবির প্রতিবেদন

সমুদ্রে জলদস্যুতা প্রতিরোধে গৃহীত বিভিন্ন উদ্যোগের সুফল মিলতে শুরু করেছে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) বিশেষায়িত উইং ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর (আইএমবি) সাম্প্রতিকতম প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বিশ্বজুড়ে সাগরে জলদস্যুতার ঘটনা প্রায় তিন দশকের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য ছয় মাসে জলদস্যুতার মোট ঘটনা ঘটেছে ৫৮টি, যা ১৯৯৪ সালের পর সর্বনিম্ন। এ সময়ে ৫৫টি জাহাজে জলদস্যুরা আরোহন করতে সক্ষম হয়। এর মধ্যে কেবল একটি জাহাজ হাইজ্যাকিংয়ের শিকার হয়েছে।

২০২১ সালের প্রথম ছয় মাসে জলদস্যুতার মোট ঘটনা ঘটেছিল ৬৮টি। সে হিসাবে চলতি বছরের প্রথমার্ধে জলদস্যুতা কমেছে প্রায় ১৫ শতাংশ।

আলোচ্য সময়ে জিম্মি করা হয় ২৩ জন ক্রুকে। অবশ্য কাউকেই মুক্তিপণের জন্য অপহরণ করা হয়নি। এছাড়া কোনো জাহাজেই অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। জলদস্যুরা ৯৬ শতাংশ ক্ষেত্রেই জাহাজে আরোহন করতে সক্ষম হয়েছে, যা উদ্বেগের কারণ। এছাড়া মোট ঘটনার অর্ধেকের বেশি (৩২টি) ক্ষেত্রে জাহাজগুলো নোঙ্গর করে অবস্থানকালে জলদস্যুতার শিকার হয়েছে।

ছয় মাসে বৈশ্বিক মোট ঘটনার প্রায় এক-চতুর্থাংশ ঘটেছে সিঙ্গাপুর প্রণালীতে। এখন পর্যন্ত সেখানে ১৬টি জাহাজে জলদস্যুরা আরোহন করতে সক্ষম হয়েছে। এর মধ্যে ছয়টি ঘটনায় জলদস্যুরা অস্ত্র ব্যবহার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here