সেবা শুরু করছে রাশিয়ার প্রথম আধুনিক ক্রুজ শিপ

বাণিজ্যিক সেবা শুরু করতে যাচ্ছে রাশিয়ার প্রথম আধুনিক ক্রুজ শিপ অস্টোরিয়া গ্র্যান্ডে। ১৬ জুলাই শনিবার জাহাজটির কৃষ্ণ সাগরের তীরবর্তী সোচি বন্দর থেকে যাত্রা করার কথা রয়েছে।

রাশিয়ার ক্রুজ শিল্পে নতুন হলেও জাহাজটির পথ চলার শুরু কিন্তু অনেক আগে। ১৯৯৬ সালে কার্নিভাল করপোরেশনের জার্মান সাবসিডিয়ারি এআইডিএ ক্রুজ লাইনের বহরে প্রথম জাহাজ হিসেবে যুক্ত হয় এটি। করোনা মহামারির কারণে ২০২০ সাল থেকে জাহাজটি সার্ভিসে ছিল না। পরে বহর আধুনিকায়নের অংশ হিসেবে জাহাজটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কার্নিভাল। ২০২১ সালে সেটিকে কিনে নেয় রুশ বিনিয়োগকারীরা।

ফিনল্যান্ডে নির্মিত ৩৮ হাজার ৫০০ গ্রস টনের অস্টোরিয়া গ্র্যান্ডে ৬৩৪ ফুট দীর্ঘ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here