২১ জুলাই জাহাজ ভিড়বে পতেঙ্গা কনটেইনার টার্মিনালে

পতেঙ্গা কনটেইনার টার্মিনাল

আগামী ২১ জুলাই একটি খোলা পণ্যের জাহাজ ভেড়ানোর মাধ্যমে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরীক্ষামূলক চালু হচ্ছে। পণ্য খালাস কার্যক্রম পরীক্ষামূলকভাবে সম্পাদনে সফল হলে সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা রয়েছে। এ টার্মিনাল পুরোদমে চালু হলে ২০ শতাংশ বাড়তি পণ্য ওঠানামা করা সম্ভব হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান রবিবার (১৭ জুলাই) নবনির্মিত টার্মিনাল সরেজমিনে পরিদর্শন করেছেন। এ সময় তিনি জাহাজ ভেড়ানোর সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। পরিদর্শনকালে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিসিটির তিনটি জেটির দৈর্ঘ্য হচ্ছে মোট ৬০০ মিটার। এর বাইরে একটি ডলফিন জেটি আছে, যার দৈর্ঘ্য ২২০ মিটার। ৬০০ মিটার জেটির মধ্যে প্রতিটি জেটি ২০০ মিটার দৈর্ঘ্যের। পিসিটি অবস্থানগত কারণেও বাড়তি সুবিধা পাবে। এখানে বন্দরের ১৮টি মূল জেটির চেয়েও বড় জাহাজ ভেড়ানো সম্ভব হবে। একটি জাহাজ বহির্নোঙর থেকে মূল জেটিতে পৌঁছতে ১৪ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়; পিসিটিতে ৬ কিলোমিটার পাড়ি দিয়েই পৌঁছে যাবে। মূল জেটির চেয়েও কম সময়ে পিসিটিতে জাহাজ ভিড়তে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here