এশিয়ায় জলদস্যুতা বেড়ে যাওয়ায় উদ্বেগ রিক্যাপ আইএসসির

সিঙ্গাপুর প্রণালীতে জলদস্যুতা বেড়ে যাওয়ার ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে

বৈশ্বিকভাবে বাণিজ্যিক জাহাজগুলোয় জলদস্যুতার ঘটনা কমার ধারা অব্যাহত থাকলেও এশিয়া, বিশেষ করে সিঙ্গাপুর প্রণালীকে ঘিরে এখনও উদ্বেগ রয়ে গেছে। রিক্যাপ ইনফরমেশন শেয়ারিং সেন্টারের (আইএসসি) সাম্প্রতিক অর্ধবার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

একটি জায়গায় আইএসসির প্রতিবেদনটি সম্প্রতি দেওয়া আইসিসি ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর (আইএমবি) প্রতিবেদনের সঙ্গে মিলে গেছে। দুটি প্রতিবেদনেই বলা হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে বিশ্বজুড়ে সামুদ্রিক জলদস্যুতার ঘটনা ৩০ বছরের সর্বনিম্নে নেমে এসেছে।

সার্বিকভাবে জলদস্যুতা কমলেও উল্টো পথে হেঁটেছে এশিয়া, এমন মন্তব্য করে আইএসসির প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারি-জুন মেয়াদে এশিয়ায় মোট ৪০টি জলদস্যুতার ঘটনা ঘটেছে, আগের বছরের একই সময়ের তুলনায় যা ১১ শতাংশ বেশি। ২০২১ সালের প্রথমার্ধে এই ধরনের ঘটনা ঘটেছিল ৩৮টি।

প্রথমার্ধে এশিয়ায় মোট জলদস্যুতার অর্ধেকের বেশি ঘটেছে সিঙ্গাপুর প্রণালীতে। আলোচ্য সময়ে এই প্রণালী পাড়ি দিতে গিয়ে ২৭টি জাহাজকে জলদস্যুদের কবলে পড়তে হয়েছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here