৩ দিনে মিথ্যা ঘোষণায় আসা ৫ কনটেইনার মদ জব্দ

জব্দ করা মদভর্তি কনটেইনার। ছবি: সংগৃহিত

চলতি সপ্তাহের শনিবার থেকে গত তিনদিনে চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আসা ৫ কনটেইনার মদ জব্দ করেছে কাস্টম হাউস চট্টগ্রাম। সর্বশেষ সোমবার (২৫ জুলাই) ২ কনটেইনার মদ জব্দ করা হয়। এর আগের ৩ কনটেইনারে প্রায় ৪৪ কোটি ৬১ লাখ টাকা মূল্যের প্রায় ৪৭ হাজার লিটার মদ পাওয়া গেছে। আগের ৩টি চালান আমদানি হয়েছিল কুমিল্লা, নীলফামারীর উত্তরা ও ঈশ্বরদী ইপিজেডের ৩টি প্রতিষ্ঠানের ভুয়া আইপি (আমদানির অনুমতিপত্র) ব্যবহার করে।

চালান ৩টির আমদানিকারক পৃথক হলেও খালাসের দায়িত্বে ছিল জাফর আহমেদ নামের সিএন্ডএফ এজেন্ট। এ ঘটনায় ৩ জনকে ঢাকা থেকে আটক করেছে র‌্যাব।

সোমবার আটক হওয়া চালান ২টি আনা হয়েছে উত্তরা ইপিজেডের প্রতিষ্ঠান ডং জিন ইন্ড্রাস্ট্রিয়াল কোম্পানি ও মোংলা ইপিজেডের ভিআইপি ইন্ড্রাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানের নামে। আগে জব্দ হওয়া চালান ৩টির মধ্যে ডং জিন ইন্ড্রাস্ট্রির একটি চালান ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here