চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটর নিয়োগ প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ছয়টি পৃথক প্রস্তাবে আগামী পাঁচ বছরের জন্য ছয়টি বার্থ অপারেটর নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ প্রস্তাবসহ ১৬টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক বৈঠক শেষে সাংবাদিকদের ভার্চুয়ালি ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠকে ১৬টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তেল ও মসুর ডাল ক্রয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির তিনটি ক্রয় প্রস্তাব, রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চারটি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ১ লাখ ২০ হাজার মেট্রিক টন সার আমদানি ও চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটর নিয়োগের প্রস্তাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here