বাংলাদেশের দক্ষ জনশক্তি দরকার: বাফার অনুষ্ঠানে নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এগিয়ে গেছে এটা বাস্তবতা। চট্টগ্রাম বন্দর এখন শুধু দেশের নয়, রিজিওনাল কানেকটিভিটির জায়গা হয়ে গেছে। প্রধানমন্ত্রী পরিকল্পিত উন্নয়ন করছেন দেশের। বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা মানবাধিকার নিশ্চিত করছেন। বাংলাদেশের টার্নিং পয়েন্টে আছি আমরা।

রোববার (২৮ আগস্ট) চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লুতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। ডিপ্লোমা কোর্স ইন লজিস্টিক সেক্টরের প্রি লঞ্চিং উপলক্ষে ‘এন আই অন ভিশন-২০৪১ অব ফ্রেইট ফরোয়ার্ডিং অ্যান্ড লজিস্টিক্স সেক্টরস স্কিল ডেভেলপমেন্ট’ বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা) ও ইউএসএআইডি।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন‍্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা দিয়েছেন, প্রেক্ষিত পরিকল্পনা ২০০৮-২০২১ দিয়েছেন; যার ৯৫ শতাংশের বেশি অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ দিয়েছেন। তার নেতৃত্বে সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগছে।

তিনি বলেন, আমাদের প্রচুর তরুণ জনশক্তি আছে। আমাদের দক্ষ জনগোষ্ঠী দরকার। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের সম্ভাবনাকে হত্যা করা হয়েছিল। ৭৫ এর পর কোনো সেক্টরেই দক্ষ জনবল গড়ে ওঠেনি।

বাফার সভাপতি ড. কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here