বিস্ফোরণের আড়াই মাস পর বিএম কনটেইনার ডিপো আংশিক চালু

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বিএম কনটেইনার ডিপো। ফাইল ছবি

হাইড্রোজেন পার-অক্সাইড বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আংশিক কার্যক্রম শুরু হয়েছে। ২২ আগস্ট চট্টগ্রাম কাস্টমস দুইটি শর্তে কার্যক্রম শুরুর অনুমতি দেয়। প্রাথমিকভাবে শুধু খালি কনটেইনার ওঠানো–নামানো ও সংরক্ষণের অনুমতি দিয়েছে কাস্টমস।

গত ৪ জুন রাতে বিএম ডিপোতে আগুন থেকে সৃষ্ট বিস্ফোরণে নিহত হন ৫১ জন, আহত হন প্রায় দুই শতাধিক। এ দুর্ঘটনায় রপ্তানি পণ্যবাহী ১৫৪ কনটেইনার এবং আমদানি পণ্যবাহী দুটি কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়।

কার্যক্রম শুরুর অনুমতিপত্রে দুটি শর্ত দিয়েছে কাস্টমস। এই শর্তের একটি হলো পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র ১৫ দিনের মধ্যে নিতে হবে। আরেকটি হলো ১৫ দিনের মধ্যে কাছাকাছি কোনো অগ্নিনির্বাপণ কার্যালয় বা ফায়ার স্টেশনের সাথে সমঝোতা স্মারক সই করতে হবে।

গত ২২ আগস্ট অনুমতি পাওয়ার পর প্রতিদিন বন্দর ও কারখানা চত্বর থেকে খালি কনটেইনার ডিপোতে নিয়ে সংরক্ষণ করা হচ্ছে। আবার ডিপো থেকে খালি কনটেইনার বন্দরে পাঠানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here