চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.১ শতাংশ : বিশ্ব ব্যাংক

চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিবেদন ‘ইকোনমিক আপডেটে’ জিডিপি প্রবৃদ্ধির এই পূর্বাভাস দেওয়া হয়েছে। সরকার চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে সাড়ে ৭ শতাংশ।

প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার (৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর থেকে অনলাইনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন। আরও বক্তব্য দেন দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে হ্যান্স টিমার বলেন, বর্তমান পরিস্থিতিতে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস অর্থনীতির পুরো চিত্র প্রকাশ করে না। নিত্যপণ্যের দাম বাড়ছে। তৈরি পোশাকের রপ্তানি কমছে। আবার তৈরি পোশাক উৎপাদনের ব্যয়ও বাড়ছে। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের আঘাত পড়ছে। কোভিড-পরবর্তী সময়ে অর্থনীতিতে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মতো বাংলাদেশের অর্থনীতি একটি চ্যালেঞ্জিং অবস্থায় আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here