বিএম কনটেইনার ডিপোতে রপ্তানি পণ্য হ্যান্ডলিং শুরু

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বিএম কনটেইনার ডিপো। ফাইল ছবি

সাড়ে চার মাস পর বিএম কনটেইনার ডিপো থেকে রপ্তানি পণ্য জাহাজীকরণ প্রক্রিয়ার সাময়িক অনুমোদন দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। হ্যান্ডলিংয়ের অনুমোদনকালে ৯টি শর্ত বেঁধে দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। এসব শর্তপূরণ সাপেক্ষে আগামী তিন মাস রপ্তানি পণ্য হ্যান্ডলিং করা যাবে ডিপোতে। শর্তগুলো প্রতিপালন না হলে তিন মাস পর এই অনুমোদন স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যাবে।

এর আগে গত আগস্ট মাসে খালি কনটেইনার হ্যান্ডলিংয়ের অনুমোদন দিয়েছিল কাস্টমস; তখনো দুটি শর্ত বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সেই শর্ত প্রতিপালন হয়েছে কি না যাচাইয়ে গঠিত কমিটি তদন্ত করছে। এরই মধ্যে রপ্তানি পণ্য রাখার নতুন অনুমোদন দেওয়া হলো।

গত ৪ জুন বিএম কনটেইনার ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড থেকে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান ৫১ জন। আহত হয় দুই শতাধিক। এ সময় রপ্তানি পণ্যবাহী ১৫৪ কনটেইনার এবং আমদানি পণ্যবাহী দুটি কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পরদিন গত ৫ জুন ডিপোর সব কার্যক্রম বন্ধ করে দেয় কাস্টমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here