অক্টোবরে চীনের বৈদেশিক বাণিজ্যে পতন

বিভিন্ন সময়ে চীনের কিছু কিছু অঞ্চলে করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন জারি করা হয়েছে। ফলে উৎপাদন কার্যক্রম প্রভাবিত হয়েছে বিভিন্ন কোম্পানির যন্ত্রাংশ প্রস্তুতকারী কারখানাগুলোয়। এর প্রভাব পড়ছে দেশটির অর্থনৈতিক গতিশীলতায়। এরই ধারাবাহিকতায় অক্টোবরে অপ্রত্যাশিতভাবে সংকুচিত হয়েছে চীনের আমদানি-রপ্তানি বাণিজ্য। ২০২০ সালের মে মাসের পর এই প্রথম বৈদেশিক দেশটির বাণিজ্যে পতন দেখা গেল।

সেপ্টেম্বরের ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল চীনের বৈদেশিক বাণিজ্যে। সেখান থেকে অক্টোবরে বাণিজ্য কমেছে বছরওয়ারি শূন্য দশমিক ৩ শতাংশ।

ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ জিচুন হুয়াং মনে করেন, বৈশ্বিক মন্দার আশঙ্কায় ভোক্তা চাহিদা কমে যাওয়া ও লকডাউনের বিধিনিষেধ আরোপের ফলে চীনের কারখানাগুলোয় উৎপাদন কমে গেছে। এর ফলে চতুর্থ প্রান্তিকে চীনের রপ্তানি আরও কমে যাবে।

গত প্রায় তিন বছরে করোনা নিয়ন্ত্রণে দফায় দফায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে চীন। এই বিষয়টি বড় ধরনের অর্থনৈতিক অভিঘাত ও ব্যবসায় আস্থা সূচকে পতনের কারণ হয়ে উঠেছে বলে অনেকে মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here