২০৩০ সালে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

পোশাক খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেশাগত নিরাপত্তা, শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা। এটি বাংলাদেশ সফলভাবে করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার রাজধানীর উত্তরায় ‘বিজিএমইএ সেন্টার অব ইনোভেশন, ইফিশিয়েন্সি অ্যান্ড ওএসএইচ’-এর গ্লোবাল লঞ্চিং অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের পোশাক খাতে অনেক অর্জন রয়েছে। রানা প্লাজা ট্র্যাজেডির কারণে কিছুটা বেকায়দায় পড়তে হয়েছিল। কিন্তু আমরা সেটি কাটিয়ে উঠেছি। আমরা আমাদের কাজের পরিবেশ, শ্রমিকদের নিরাপত্তা এবং শ্রমিকদের পেশাগত নিরাপত্তার দিকটিও সুরক্ষিত করেছি। আগামী ২০৩০ সালে আমরা ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে, অর্থ উপার্জন নয়, রপ্তানি বৃদ্ধিই মূল উদ্দেশ্য।

তিনি বলেন, আমরা এ খাতে অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছি। কিন্তু এ খাত এখন রপ্তানিতে প্রধান ভূমিকা পালন করছে। সরকার ও বিজিএমইএর সহযোগিতায় এটি সম্ভব হচ্ছে। আমরা গুটি গুটি পায়ে এ পর্যন্ত এসেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here