ছয় স্ক্যানার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

কনটেইনার স্ক্যানার। ফাইল ছবি/বন্দর বার্তা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য ছয়টি কনটেইনার স্ক্যানার সিস্টেম কিনছে সরকার। এতে ব্যয় হবে ৩২৭ কোটি টাকা। এসব স্ক্যানার সমুদ্র ও স্থলবন্দরসমূহে আমদানি-রপ্তানি পণ্য যাছাইয়ে ব্যবহার করা হবে।

বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্ক্যানার কেনার প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া বৈঠকে এক লাখ ৪০ হাজার মেট্রিক টন সার ক্রয়ের পৃথক চারটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে এক হাজার ৩০৪ কোটি ১৩ লাখ ৩৭ হাজার ৬৫৩ টাকা ব্যয়ে পাঁচটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

বৈঠকের তথ্য অনুযায়ী, বিভিন্ন কাস্টম হাউস ও দপ্তরের জন্য ছয়টি পূর্ণাঙ্গ কনটেইনার স্ক্যানার সিস্টেম কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এতে ব্যয় হবে ৩২৭ কোটি এক লাখ ২৪ হাজার ৩৬৫ টাকা। নিউটেক কোম্পানি লিমিটেড এগুলো সরবরাহ করবে।

এর আগে বাণিজ্য সহজীকরণ এবং পণ্য খালাস দ্রুততার পাশাপাশি চোরাচালান ও শুল্ক কর ফাঁকি রোধে কনটেইনার স্ক্যানার কেনার কথা অর্থমন্ত্রী বিভিন্ন সময় সাংবাদিকদের জানিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here