আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ১ মাস বাড়ানো হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) কর প্রশাসন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

অর্থনৈতিক মন্দার কারণে অনেকেই আয়কর জমা দিতে পারছেন না। ফলে সম্প্রতি মেয়াদ বাড়ানোর আবেদন জানায় এফবিসিসিআই। পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিলো এনবিআর।

করদাতাদের সেবা গ্রহণ ও রিটার্ন দাখিলের সুবিধার্থে গত ১ নভেম্বর শুরু হয় করসেবা মাস। ওই দিন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এনবিআরে জরিমানা ছাড়াই আয় ও সম্পদের বিবরণী জমা দেয়ার কথা ছিল। সেটি ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এনবিআর তথ্য অনুযায়ী, গত ১ জুলাই থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ২০ লাখের বেশি ট্যাক্স রিটার্ন জমা পড়েছে। গত বছরের একই সময়ের চেয়ে যা ৪২ শতাংশ বেশি।

দেশে ৮২ লাখের বেশি নিবন্ধিত করদাতা আছেন। এনবিআরের আশা, আয়কর জমা দেয়ার সংখ্যা বাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here