রাশিয়া, ইউক্রেনে ‘যুদ্ধঝুঁকি’ গ্রহণ বন্ধ করছে শিপ ইন্স্যুরাররা

রাশিয়া, ইউক্রেন ও বেলারুশে ‘যুদ্ধঝুঁকি’ গ্রহণ বাতিল করছে শিপ ইন্স্যুরাররা। ব্যাপক লোকসানের পরিপ্রেক্ষিতে পুনঃবিমাকারীরা অঞ্চলটি ছেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিচ্ছে তারা।

পিঅ্যান্ডআই (প্রোটেকশন অ্যান্ড ইনডেমনিটি) ক্লাব আমেরিকান, নর্থ, ইউকে ও ওয়েস্ট তাদের ওয়েবসাইটে দেওয়া সাম্প্রতিক এক নোটিসে বলেছে, ১ জানুয়ারি থেকে এই অঞ্চলের কিছু দায়ের বিপরীতে তারা আর ঝুঁকি গ্রহণ করতে পারবে না।

ক্লাবগুলো বৃহৎ পিঅ্যান্ডআই ইন্স্যুরারদের অন্যতম, যারা বিশ্বে সমুদ্রগামী জাহাজের ৯০ শতাংশকে বিমা সুবিধা দিয়ে থাকে। ইউকে পিঅ্যান্ডআই ক্লাব ২৩ ডিসেম্বর জানায়, পুনঃবিমার অপর্যাপ্ততার কারণেই মূলত সমস্যাটির সৃষ্টি হয়েছে। একই দিনে পুনঃবিমাকারীদের সরে দাঁড়ানোর কথা জানায় আমেরিকান পিঅ্যান্ডআই।

জাহাজের সাধারণত পিঅ্যান্ডআই বিমা থাকে, পরিবেশগত ক্ষতির জন্য তৃতীয় পক্ষের দায় পরিশোধ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here