লিথুয়ানিয়ার বন্দরে বিনিয়োগ করছে ইইউ ব্যাংক

লিথুয়ানিয়ার ক্লাইপেডা সমুদ্রবন্দর উন্নয়নে অর্থায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা। বন্দরকে পরিবেশবান্ধব করা এবং বাল্টিক ও পূর্ব ইউরোপের মেরিটাইম সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এই অর্থায়ন।

ইইউর সদস্য দেশগুলোর মালিকানাধীন ইউরোপিয়া ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এবং ক্লাইপেডা স্টেট সিপোর্ট অথরিটি বন্দর উন্নয়নে সম্প্রতি ৬ কোটি ৫০ লাখ ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছে। ইউরোপীয় ইউনিয়ন এর আগেও অনুদান দিয়েছে। নরডিক ইনভেস্টমেন্ট ব্যাংকও বিনিয়োগ করছে বন্দরটির উন্নয়নে। বন্দরের কোয়ে ওয়াল পুনর্বাসন, সম্প্রসারণ ও গভীর করতে এই অর্থ ব্যয় করা হবে, যাতে করে আরও বড় জাহাজ বন্দরে ভিড়তে পারে। সেই সাথে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্যে পরিবহন হাব হয়ে উঠতে পারে বন্দরটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here