আফ্রিকায় দেওয়া ঋণ ফেরত পাওয়া নিয়ে দ্বিধায় চীন

খেলাপি হয়ে যাওয়া ঋণ ফেরত দিতে চীন যদি চাপ প্রয়োগ করে, তাহলে আফ্রিকার বেশ কয়েকটি দেশ বন্দর, রেলওয়ে ও বিদ্যুৎ নেটওয়ার্কের মতো কৌশলগত সম্পদ জব্দের মুখে পড়তে পারে। এমনটাই বলছে যুক্তরাজ্যভিত্তিক থিংক ট্যাংক চ্যাথাম হাউস।

চ্যাথাম হাউস বলছে, আফ্রিকা উপমহাদেশজুড়ে বিপুল পরিমাণ ঋণ দিয়েছে চীন। অর্থনৈতিক সংকটের মধ্যে এই ঋণ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটি। অর্থনৈতিক এই সংকট তৈরি হয়েছে মূলত মহামারি এবং ইউক্রেন যুদ্ধের কারণে। এই দুই কারণ আফ্রিকার কিছু দেশের খেলাপি হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে ২২টিই ঋণ নিয়ে বিপদে ছিল বা বিপদের ঝুঁকিতে ছিল। গত এক দশকে মহাদেশটিতে ঋণ দ্বিগুণ বেড়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬৫ শতাংশে উন্নীত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here