ইটিএস চুক্তিকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় জাহাজ মালিকরা

ইইউ ইটিএস মেরিটাইম নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার ফলাফল এবং এ নিয়ে সাময়িক চুক্তিকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় জাহাজ মালিকরা। টেকসই জ্বালানির দিকে যে অভিগম, সেই প্রক্রিয়ায় মেরিটাইম খাতকে সহায়তার জন্য ইইউ ইটিএস রাজস্ব বরাদ্দ রাখতে অংশীজনরা আহ্বান জানিয়েছেন এবং ইউরোপীয় পার্লামেন্ট ও কাউন্সিল তা গ্রহণ করেছে। বিদ্যমান ইটিএস কার্বন প্রাইসের আওতায় কমপক্ষে ২ কোটি ইটিএস অ্যালাউয়েন্স যা ১৫০ কোটি ইউরোর সমতুল্য, তা ইনোভেশন তহবিলের আওতায় মেরিটাইম প্রকল্পে বরাদ্দ রাখা হবে।

২০০৫ সালে গঠিত ইইউ ইটিএস হচ্ছে বিশ্বের প্রথম এমিশন ট্রেডিং সিস্টেম। বর্তমানে এটি বিভিন্ন দেশ ও খাতের মধ্যে সর্ববৃহৎ গ্রিনহাউস গ্যাস এমিশন ট্রেডিং সিস্টেম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here