২০২৪ সালে যুক্ত হবে আরও দুই আইসিডি

চট্টগ্রামে প্রায় ৮০০ কোটি টাকা বিনিয়োগে চালু হতে যাচ্ছে আরও দুটি বেসরকারি অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি)। দক্ষিণ কাট্টলি এলাকায় অ্যানকোরেজ কনটেইনার ডিপো ও সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় বে লিংক কনটেইনারস নামে ডিপো দুটি নির্মিত হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদন নিয়ে চলতি বছরের জুলাই থেকে খালি কনটেইনার সংরক্ষণ শুরু করেছে ডিপো দুটি। অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলে এনবিআরের অনুমোদন নিয়ে আমদানি-রপ্তানি কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম শুরু করবে ডিপোগুলো। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃত্তি দিয়ে এ তথ্য দিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড।

প্রতিটি ২০ একর জায়গায় নির্মিতব্য ডিপোগুলো ২০২৪ সালে পুরোদমে চালু হলে প্রায় ১২ হাজার টিইইউ কনটেইনার সংরক্ষণ করা যাবে। বছরে হ্যান্ডলিং সক্ষমতা হবে প্রায় ৬ লাখ কনটেইনার।

ডিপো দুটি অপারেশনে গেলে আইসিডির সংখ্যার দাঁড়াবে ২১টি। বর্তমানে ১৯টি আইসিডির কনটেইনার ধারণ ক্ষমতা প্রায় ৭৬ হাজার টিইইউ। দুটি আইসিডি বাড়লে এই ধারণক্ষমতা হবে ৮৮ হাজার টিইইউ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here