বৈশ্বিক অর্থনৈতিক সংকটেও কনটেইনার পরিবহন ৩১ লাখ ছাড়িয়েছে

পণ্য রপ্তানির প্রধান গেটওয়ে চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি

গত বছরের শুরুতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ আর শেষদিকে আমদানি নিয়ন্ত্রণে ঋণপত্র খোলার হার কমার প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরের কনটেইনার পরিবহনে। সদ্য শেষ হওয়া বছরে (২০২২ সাল) বন্দর দিয়ে কনটেইনার পরিবহন হয়েছে ৩১ লাখ ৩৩ হাজার একক। গত বছর পরিবহন হয়েছিল ৩২ লাখ ১৪ হাজার।

পরিমাণের দিক থেকে কনটেইনার পরিবহন কমলেও সব ধরনের পণ্য পরিবহন ২০২১ সালের তুলনায় বেশি রয়েছে। ২০২২ সালে ১১ কোটি ৯২ লাখ টন পণ্য পরিবহন হয়। ২০২১ সালে পরিবহন হয়েছিল ১১ কোটি ৬৬ লাখ। এতে প্রবৃদ্ধি ২ শতাংশের বেশি।

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের পণ্যবাহী কনটেইনার পরিবহনের ৯৮ শতাংশ ওঠানো–নামানো হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। ২ শতাংশ ওঠানো–নামানো হয় মোংলা বন্দর দিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here