রাশিয়া থেকে এলএনজি আমদানি বন্ধ করল যুক্তরাজ্য

এবার রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বন্ধ করল যুক্তরাজ্য। গত বছরই দেশটি এ সংক্রান্ত নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছিল। নতুন বছরের প্রথম দিন থেকে তা কার্যকর হলো।

ব্রিটিশ পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, বিদায়ী ২০২২ সালে দেশটির এলএনজি আমদানির সবচেয়ে বড় উৎস হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। আর নতুন বছরে রাশিয়ার পরিবর্তে কাতার ও আজারবাইজান থেকে এলএনজি চাহিদা পূরণের পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্যের।

২৭ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গত বছরের শেষের দিকে সমুদ্রপথে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ৫ ডিসেম্বর এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিজেলসহ অন্যান্য পরিশোধিত জ্বালানি পণ্যের ওপর ইইউর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এদিকে ৫ ডিসেম্বর জি-৭ ভুক্ত দেশগুলো রাশিয়ার জ্বালানি তেলের ওপর প্রাইস ক্যাপ (সর্বোচ্চ মূল্যসীমা) ঘোষণা করেছে। এর মাধ্যমে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ৬০ ডলার বেঁধে দেওয়া হয়েছে।

Facebook Notice for EU! You need to login to view and post FB Comments!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here