এইও সুবিধা পেয়েছে আরও ৯ প্রতিষ্ঠান

দেশের আরও ৯টি প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) সনদ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক বিভাগ। এর ফলে এসব প্রতিষ্ঠান বন্দর থেকে পণ্য খালাসের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে। চার বছর ধরে পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালু ছিল।

বৃহস্পতিবার আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে এইও সনদ তুলে দেওয়া হয়। ঢাকার এক হোটেলে হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসআই সভাপতি মো. জসিম উদ্দিন।

যেসব প্রতিষ্ঠান নতুন করে এইও সনদ পেয়েছে, সেগুলো হলো ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড, সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড, জিহান ফুটওয়্যার লিমিটেড, এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেড, তোয়া পারসোনাল প্রোটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড, কাটিংএজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওমেরা সিলিন্ডার্স লিমিটেড, এমবিএম গার্মেন্টস লিমিটেড এবং ফুটস্টেপস বাংলাদেশ লিমিটেড।

অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আমরা এইও কোম্পানির সংখ্যা বাড়াতে চাই। এইও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান পণ্য সহজেই খালাস করতে পারবে। এটি দুই পক্ষের আস্থার সম্পর্ক।

জসিম উদ্দিন বলেন, ব্যবসা–বাণিজ্যে আরও বেশি আইনকানুন মেনে চলার বিকল্প নেই। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হলে নানা সমস্যায় পড়তে হবে। তাই এখনই প্রস্তুতি নিতে হবে।

যা থাকছে এইও সুবিধায়:
কাস্টমস হাউস বা শুল্ক স্টেশনের পরিবর্তে এইও প্রতিষ্ঠানগুলো নিজস্ব আঙিনায় পণ্যের চালানের কায়িক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবে। বন্দরে পণ্য আসার আগেই বিল অব এন্ট্রি দাখিলসহ শুল্কায়নের কাজ শেষ করা যাবে। বাংলাদেশের সঙ্গে অন্য কোনো দেশের এইও–সংক্রান্ত মিউচুয়াল রিকগনিশন অ্যাগ্রিমেন্টে (এমআরএ) থাকে, তাহলে বাংলাদেশের এইও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের চালান ওই সব দেশের বন্দরেও একই সুবিধা পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here