বিশ্বের প্রথম লিকুইড হাইড্রোজেনচালিত স্বয়ংক্রিয় জাহাজ নির্মাণে ৩.৮ মিলিয়ন ইউরো ব্যয় করবে যুক্তরাজ্য

বিশ্বের প্রথম লিকুইড হাইড্রোজেনচালিত স্বয়ংক্রিয় জাহাজ নির্মাণে একটি কনসোর্টিয়ামকে ৩.৮ মিলিয়ন ইউরো প্রদান করেছে যুক্তরাজ্য সরকার।

পোর্ট অব অ্যাবারডিন, জিরো ইমিশনস মেরিটাইম টেকনোলজিস, ইউনিভার্সিটি অব সাউদাম্পটন, ন্যাশ মেরিটাইম, ট্রিডেন্ট মেরিন ইলেকট্র্রনিক্যাল, অ্যান্ড কম্পোজিট ম্যানুফ্যাকচারার অ্যান্ড ডিজাইন ‘হাইড্রোজেন ইনোভেশন-ফিউচার ইনোভেশন অ্যান্ড ভেসেল ইভ্যালুয়েশন অ্যান্ড ডেমনস্ট্রেশন’ (হাই-ফাইভড) কনসোর্টিয়ামের সদস্য। কনসোর্টিয়ামের সদস্যরা মিলিতভাবে লিকুইড হাইড্রোজেনচালিত এমন একটি স্বয়ংক্রিয় জাহাজ এবং বাঙ্কারিং ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ করতে যাচ্ছে, যেটা সামুদ্রিক শিল্পে কার্বন ব্যবহার বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here