গুদাম কার্যক্রমে নতুন স্ক্যানিং প্রযুক্তি এনেছে মায়েরস্ক

অর্ডার পিকিং, ব্যাচ প্যাকিং এবং মজুদ পুনঃসরবরাহের মতো গুদাম কার্যক্রমের পরিধি বাড়াতে নতুন একটি প্রযুক্তি তৈরি করেছে মায়েরস্ক।

সিলিকন ভ্যালিতে তৈরি ক্লাউড-বেসড সফটওয়্যার এবং ইন্ডাস্ট্রিয়াল স্ক্যানিং টেকনোলজি একত্র করে নতুন প্রযুক্তিটি তৈরি করা হয়েছে। গুদামে কর্মীদের পাশাপাশি কাজ করবে প্রযুক্তিটি। এটি গুদামে আনা পণ্য তাৎক্ষণিকভাবে স্ক্যানিং করবে এবং রিয়েল-টাইম ইনভেন্টরি ডেটার মাধ্যমে কোন করিডোর থেকে কোন অর্ডার বাছাই করতে হবে, সেই তথ্য দেবে। যার ফলে গুদামের থ্রোপুট বাড়বে এবং ই-কমার্স অর্ডার প্রসেসিং দ্রæততর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here