শিপিং খাতে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের পরিকল্পনা সংশোধন করছে আইএমও

সমুদ্র পরিবহন খাতে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে ‘২০২৩ আইএমও স্ট্র্যাটেজির’ খসড়া তৈরি করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)। বিগত ২০-২৪ মার্চ খসড়া পরিকল্পনা সংশোধন করতে আইএমও এর ৮০টি সদস্য দেশের প্রায় ৭৫০ জন নিবন্ধিত অংশগ্রহণকারী একত্র হন।

অংশগ্রহণকারীরা আইএমওঢ় জাহাজের জ্বালানি তেল খরচ সংক্রান্ত ‘ডেটা কালেকশন সিস্টেম (ডিসিএস)’-এর সম্ভাব্য সংশোধন বিষয়ক প্রস্তাবনা নিয়ে আলোচনা করেন। সেসঙ্গে পরিবহন সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্তিকরণ এবং ডিসিএসতে উল্লেখিত তথ্যের যথার্থতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা প্রস্তাবিত খসড়া সংশোধনের ক্ষেত্রে বায়ুদূষণ এবং জ্বালানি সক্ষমতার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেন।

চলতি বছর ৩-৭ জুলাই অনুষ্ঠেয় ৮০তম অধিবেশনে সংশোধিত স্ট্র্যাটেজিটি আইএমওর সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা মেরিন ইনভায়রনমেন্ট প্রোটেকশন কমিটি দ্বারা গৃহীত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here