বন্দর কার্যক্রম বিদ্যুৎ শক্তিনির্ভর করতে ৪০০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বন্দরগুলোর কার্যক্রম বিদ্যুৎ শক্তিনির্ভর করতে এবং সেখানে কার্যরত হেভি ডিউটি কমার্শিয়াল ভেহিকলগুলো থেকে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে নতুন কর্মসূচি চালুর পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। আর এই কর্মসূচি বাস্তবায়নে সহায়তার লক্ষ্যে বাড়তি ৪০০ কোটি ডলার তহবিল বরাদ্দের ঘোষণা দিয়েছে সরকার।

নিজেদের বন্দর ও নৌপথগুলোর উন্নয়নে সম্প্রতি মোট ১ হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। নতুন কর্মসূচি সেই উন্নয়ন পরিকল্পনারই অংশ বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

যেকোনো বন্দরে পণ্য হ্যান্ডলিংসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার সময় ক্রেনসহ অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করা লাগে। এছাড়া বন্দরের অভ্যন্তরে ও বাইরে কার্গো পরিবহনে নিয়োজিত থাকে হেভি ডিউটি ট্রাক। এসব যান্ত্রিক যান ও সরঞ্জাম পরিচালনায় জীবাষ্ম জ্বালানি ব্যবহার করা হলে কার্বন নিঃসরণ হয়। মূলত এই কারণে এগুলোর অপারেশনাল কার্যক্রম বিদ্যুৎনির্ভর করতে চাইছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here