বিকল্প জ্বালানি হিসেবে অ্যামোনিয়ার ব্যবহার নিয়ে গবেষণা চালাবে ২৩ প্রতিষ্ঠান

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা পূরণে জীবাশ্ম জ্বালানির বিকল্প ব্যবহারের ওপর জোর দিচ্ছে সবাই। আর অল্টারনেটিভ মেরিন ফুয়েল হিসেবে অ্যামোনিয়া ব্যবহারের ক্ষেত্রে যেসব ইস্যু রয়েছে, সেগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য যৌথ গবেষণা চালাবে খাতসংশ্লিষ্ট একটি গ্রুপ। এ লক্ষ্যে একটি ফ্রেমওয়ার্কও তৈরি করেছে তারা।

এই গ্রুপে রয়েছে জ্বালানি, মাইনিং, পাওয়ার ইউটিলিটি, কেমিক্যাল, টার্মিনাল, শিপিং, জাহাজনির্মাণ, ম্যানুফ্যাকচারিং, বাংকারিং ও ক্লাসিফিকেশন খাতের মোট ২৩টি প্রতিষ্ঠান। সম্প্রতি তারা একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, যার অধীনে বিকল্প জ্বালানি হিসেবে অ্যামোনিয়া ব্যবহারের বিভিন্ন কমন ইস্যু যেমন জাহাজের সুরক্ষা, অ্যামোনিয়া বাংকারিংয়ের ক্ষেত্রে নিরাপত্তা, অ্যামোনিয়া উৎপাদনে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের নিট পরিমাণ ইত্যাদি নিয়ে গবেষণা পরিচালনা করবে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here