ইরান সংশ্লিষ্টতায় মার্কিন কালো তালিকায় চীনা প্রতিষ্ঠান

ইরানের শিপিং কোম্পানি ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিংকে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর কাজে সহযোগিতার অভিযোগে দুই চীনা নাগরিক এবং ছয় চীনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। কোম্পানি ছয়টি হচ্ছে রিচ হোল্ডিং গ্রুপ, রিচ শিপিং লাইনস, ডিলাইট শিপিং, গ্রেসিয়াস শিপিং, নোবল শিপিং এবং সুপ্রিম শিপিং কোম্পানি। এছাড়া দুই ব্যক্তির মধ্যে রয়েছে রিচ হোল্ডিং গ্রুপের প্রধান নির্বাহী এরিক চেন এবং প্রেসিডেন্ট ড্যানিয়েল ওয়াই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন অংশীজনকে আমরা সতর্ক করে বলতে চাই, যদি কেউ ইরানের শিপিং কোম্পানির সঙ্গে ব্যবসায় জড়ায়, তাহলে তারা মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এর পরপরই তিনি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here