সংবাদ সংকেত – মে

মালয়েশিয়ায় একটি ট্যাংকার ১২ এপ্রিল সশস্ত্র ডাকাতির শিকার হয়েছে। সান্দাকানের এমওটি টার্মিনালে বার্থিংয়ে থাকা হেনরি মায়েরস্কে এ ঘটনা ঘটেছে। এশিয়ায় এ নিয়ে এক সপ্তাহের মধ্যে তিনটি জাহাজ ডাকাতের কবলে পড়ল।

জাহাজের ভেতরের ভয়াবহ পরিবেশের কারণে কাতারি মালিকানাধীন একটি বাল্কারের ওপর ১৮ মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি। এর আগে জাহাজটিকে দুই মাস আটকে রাখা হয়।

বাল্টিক এক্সচেঞ্জের প্রধান সি ফ্রেইট সূচক ২১ এপ্রিল দশ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়েছে। ব্রাজিল থেকে আকরিক লোহা সরবরাহ বৃদ্ধির কারণে কেপসাইজ ভেসেল সেগমেন্টে উল্লম্ফন এই অবস্থান অর্জনে ভূমিকা রেখেছে।

মিশরের ভূমধ্যসাগরীয় উপকূলে ওয়েস্ট নাইল ডেল্টা (ডব্লিউএনডি) প্রকল্পের তৃতীয় পর্যায়ের র‌্যাভেন ফিল্ড থেকে গ্যাস উত্তোলন শুরু করেছে বিপি। উত্তর আলেক্সান্দ্রিয়া ও পশ্চিম ভূমধ্যসাগরে ডিপওয়াটার অফশোর কনসেশন ব্লকে মোট পাঁচটি গ্যাসক্ষেত্র রয়েছে বিপির।

ব্রেক্সিটের কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে আয়ারল্যান্ডের ডাবলিন বন্দরে কার্গো পরিবহনে বড় ধরনের ধস নেমেছে। অবশ্য কর্মকর্তারা বলছেন, ব্রেক্সিটের দীর্ঘমেয়াদি প্রভাব জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

চীনের কাছ থেকে তিনটি হাইব্রিড রোরো জাহাজ কিনছে ফিনল্যান্ডের শিপিং কোম্পানি ফিনলাইনস। এর মধ্যে প্রথম জাহাজের লঞ্চিং সম্প্রতি নানজিং জিনলিং শিপইয়ার্ডে সম্পন্ন হয়েছে।

ডাচ হেভি লিফট ট্রান্সপোর্ট কোম্পানি জাম্বো শিপিং ও জার্মানির এসএএল হেভি লিফট সম্প্রতি তাদের পূর্বঘোষিত একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করেছে। এখন থেকে জাম্বো-এসএএল-অ্যালায়েন্স নামে একক প্লাটফর্মের অধীনে তাদের কার্যক্রম পরিচালিত হবে।

ইতালির ভেনিসে বর্তমানে বড় আকারের ক্রুজ শিপ ডকিংয়ে সাময়িক নিষেধাজ্ঞা চলছে। এতে সুফল মিলেছে তাৎক্ষণিক। এ কারণে দেশটির সরকার এ নিষেধাজ্ঞাকে স্থায়ী করার উদ্যোগ নিয়েছে।

২০২১ অর্থবছরে ভারতের গুজরাটে মুন্দ্রা পোর্টে প্রায় ৫৭ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা বছরওয়ারি ১৮ শতাংশ বেশি। মুম্বাই বন্দরকে সরিয়ে ভারতের ব্যস্ততম কনটেইনার পোর্টে পরিণত হয়েছে মুন্দ্রা।

২০২০ অর্থবছরে প্রায় ৩৫০ কোটি ডলার মুনাফা অর্জন করেছে জাপানের ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস (ওয়ান), যা বছরওয়ারি ৩ হাজার ২২৯ শতাংশ বেশি। করোনা পরিস্থিতিতে ২০১৯ হিসাব বছরে মাত্র সাড়ে ১০ কোটি ডলার মুনাফা করেছিল কোম্পানিটি।

২০৩০ সাল নাগাদ কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্য রয়েছে পানামা খাল কর্তৃপক্ষের। এ লক্ষ্যে নিজেদের কার্যক্রম পরিচালনায় বৈদ্যুতিক গাড়ি ও অন্যান্য বিকল্প জ্বালানির ব্যবহার করবে তারা। সম্প্রতি এ-সংক্রান্ত একটি কর্মপরিকল্পনা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here