বিদ্যুৎ বিপর্যয় কাটাতে দ্রুত এলএনজি সরবরাহের জন্য কাতারের প্রতি আহ্বান ভারতের

২০১৬ সালের মার্চের পর সবচেয়ে ভয়াবহ বিদ্যুৎ ঘাটতির মধ্যে রয়েছে ভারত। এই সংকট মোকাবিলার জন্য দেশটি এলএনজির স্থগিত চালানগুলো দ্রুত পাঠিয়ে দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছে।

ভারতের এই বিদ্যুৎ বিপর্যয়ের নেপথ্যে রয়েছে কয়লার ঘাটতি ও বৈশ্বিক জ্বালানি দরের ঊর্ধ্বগতি। কয়লার বিকল্প হিসেবে দেশটি এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোয় উৎপাদন বাড়াতে চাইছে। কিন্তু অবকাঠামোগত রক্ষণাবেক্ষণের কাজ চলায় ভারতে এলএনজি সরবরাহকারী কাতারগ্যাস চলতি বছর ৫০টি চালান পাঠাতে পারেনি। এর পাশাপাশি গত বছরের বাকি থেকে যাওয়া ৮টিসহ মোট ৫৮টি চালান দ্রুত পাঠানোর ব্যবস্থা করার আহ্বান জানিয়ে সম্প্রতি কাতারকে চিঠি পাঠিয়েছে ভারতের জ্বালানি মন্ত্রণালয়।

ভারতে এলএনজিভিত্তিক মোট ২৪ গিগাওয়াট উৎপাদন সক্ষমতার বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এর মধ্যে গ্যাসের ঘাটতির কারণে ১৪ গিগাওয়াট বিদ্যুৎকেন্দ্র গত ১০ বছর ধরে অচল রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here