চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে রেলের ১০ ইঞ্জিন

চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে কোরিয়ায় তৈরি রেলের ১০টি মিটারগেজ ইঞ্জিন (লোকোমোটিভ)। রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরে পৌঁছানো পর একটি ইঞ্জিন খালাস করা হয়েছে। এর আগে ৩০০১ থেকে ৩০২০ সিরিজের মোট ২০টি ইঞ্জিন রেলের বহরে যুক্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার চট্টগ্রাম বন্দরে নামল ২০২১ থেকে ২০৩০ সিরিয়ালের দশটি ইঞ্জিন।

দীর্ঘদিন ধরে ইঞ্জিন সংকটে বেহাল ট্রেন চলাচলে। যাত্রীবাহী ট্রেন ধীরগতিতে চলাচলের পাশাপাশি ব্যাঘাত ঘটছে পণ্যবাহী ট্রেন চলাচলেও। কোরিয়ান ইঞ্জিনগুলো রেলের বহরে যুক্ত হলে এ ধকল কিছুটা কমবে। যদিও প্রথম চালানের দশটি ইঞ্জিন ২০২০ সালের ২ সেপ্টেম্বর আনা হলেও বিভিন্ন জটিলতায় প্রায় ৯ মাস ইঞ্জিনগুলো পড়েছিল চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ডিজেল শপে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here