রপ্তানি প্রক্রিয়া সহজীকরণে সহায়তার অনুরোধ বিজিএমইএর

পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বাণিজ্য মন্ত্রণালয়কে পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সহায়তা করতে রপ্তানি প্রক্রিয়া সহজীকরণের অনুরোধ জানিয়েছে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপির সঙ্গে বৈঠককালে এ অনুরোধ জানায়।

বিজিএমইএর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি শহিদউল্লাহ আজিম, সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি মো. নাসির উদ্দিন, সহসভাপতি মিরান আলী, সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী ও পরিচালক আসিফ আশরাফ।

তারা মন্ত্রীকে পোশাক শিল্প বর্তমানে যে সমস্যাগুলো মোকাবেলা করছে তা অবহিত করেন এবং সমস্যাগুলো সমাধানে সরকার থেকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, ওমিক্রন রপ্তানিকারকদের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি করছে এবং খাতটিকে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন করছে। যেহেতু পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে মুখ্য ভূমিকা পালন করছে, তাই কঠিন পরিস্থিতিতে শিল্প খাতটির সুরক্ষায় পদক্ষেপ জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here