৫২ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের আশা বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি

দেশের সার্বিক রপ্তানি পরিস্থিতি বিবেচনায় চলতি অর্থবছরে ৫২ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য রপ্তানির সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শুক্রবার (৩১ ডিসেম্বর) আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশার কথা জানান বাণিজ্যমন্ত্রী।

এবার প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর মাঠ ছেড়ে পূর্বাচল উপশহরে নবনির্মিত প্রদর্শনী কেন্দ্রে বসছে বাণিজ্য মেলার ২৬তম এ আসর।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, মেলার এমন আয়োজনের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশি পণ্যের বিপণন ও পরিচিতিতে সুবিধা হয়। এবছর ৫২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এটা একটি বড় লক্ষ্যমাত্রা হলেও আমরা তা পূরণের দিকেই এগিয়ে যাচ্ছি। এবার রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ হবে বলেই মনে হচ্ছে।

গত টানা তিন মাস ধরে ১৮ থেকে ২২ শতাংশ পর্যন্ত রপ্তানি প্রবৃদ্ধি হচ্ছে; একক মাসের রপ্তানি আয়ে রেকর্ড দেখছে বাংলাদেশ। কোভিড মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকলে রেকর্ড রপ্তানির ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন রপ্তানিকারকরাও।

সংবাদ সম্মেলনে জানান হয়, এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল, ১৫টি ফুড স্টল দেশি-বিদেশি কোম্পানিকে বরাদ্দ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ইপিবির ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here