ওমিক্রনেও ভ্রমনসূচিতে পরিবর্তন আনেনি কার্নিভাল

নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণের কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমনসূচিতে পরিবর্তন আসছে। বিভিন্ন দেশের দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞা এই পরিবর্তনের অন্যতম কারণ। তবে এখনও নিজেদের ভ্রমণসূচিতে ওমিক্রনের প্রভাব পড়তে দেয়নি ব্রিটিশ-মার্কিন প্রমোদতরী পরিসেবা প্রতিষ্ঠান কার্নিভাল করপোরেশন। তবে করোনার নতুন এই ভ্যারিয়েন্টের কারণে যথেষ্ট হুমকির মুখে রয়েছে খাতটি।

বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী অপারেটর জানিয়েছে, এখন পর্যন্ত কার্নিভালের কোনো ভ্রমণসূচিতে পরিবর্তন আনা হয়নি। তবে কিছু গন্তব্যে বন্দরগুলো ওমিক্রন সংক্রমণের পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করছে বলে জানিয়েছে তারা।

কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো ও মেক্সিকোর কিছু বন্দর এখন বেশ কড়াকড়ি আরোপ করেছে। কোনো জাহাজে কোভিড-১৯ পজিটিভ যাত্রী আছে জানা গেলে সেটি থেকে কাউকে বন্দরে নামতে দেওয়া হচ্ছে না। ফলে এসব বন্দরে ভিড়তে না পেরে অনেক প্রমোদতরীকেই সাগরে ভেসে ভেসে যাত্রীদের বিনোদন দিতে হচ্ছে। এ বিষয়ে কার্নিভাল বলছে, যদি কোনো বন্দর নামতে না দেয়, তাহলে তাদের প্রমোদতরীগুলো নতুন গন্তব্য খুঁজে নেবে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ভাসমান অন্তত ৮৫টি প্রমোদতরীতে যাত্রীদের মধ্যে নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। ফলে ওইসব জাহাজে থাকা অন্য যাত্রীরাও ঝুঁকির মধ্যে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here